প্রকৃতি কাছে যেতে চাই যতবার
কৃত্রিম কিছু লক্ষ্যভ্রষ্ট করে ততবার
না, না বৃক্ষ-গুল্ম-লতা সমুদ্র কিংবা আকাশ
এটাই তো নয় কেবল প্রকৃতির প্রকৃত পূর্বাভাস।
আমার প্রকৃতি আমারই আসল পরিচয়
তবে এ নিয়ে তোমাদের কেনরে ভাই এতো সংশয়।
আমিতো সেই সবুজ প্রাঙ্গনে উদিত সূর্য-সন্তান
আমিতো বরাবর গাইতে চাই একাত্তরের গান ।
যেখানে ছিলো অস্ত্র হাতে মুক্তিসেনা বলীয়ান
স্বপ্নরা সব দিব্যি ছিল প্রত্যহই প্রতীয়মান।
এখন কেন স্বপ্নে আনো দুঃস্বপ্নের কালো ছায়া
মুছতে কেন চাও মুক্ত হওয়া বাংলাদেশের কায়া।
আমিতো রোজ গাইতে চাই আমারই জাতীয় সঙ্গীত
এখন কেন তবে যত্রতত্র দাও কুতসিত কত ইঙ্গিত।
আমিতো চাই জেগে উঠুক আবার মুক্তিযুদ্ধের ইতিহাস
আমার মায়ের জন্ম নিয়ে কেন এই ঘৃণ্য পরিহাস।
আমিতো চাই পদ্মা-মেঘনা-যুমুনা চিরকাল বহমান
একই গ্রন্থিতে গাথা থাকুক হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান।
July 08, 2025; Maryland
Copyright@ anisahmed