লোহার শেকল পায়ে সোনার খাঁচার আশ পাশ দিয়েই

অরিন্দমের আনাগোনা প্রত্যহই; ঘুর ঘুর করে যায় সে পথে

গয়নাবিহীন  ময়না পাখিকে দেখে প্রাণের ব্যাকুলতায়

বন্দী হতে ইচ্ছে করে সোনালী খাঁচার আবর্তে বার বার।

 

সকাল –সন্ধ্যা গেয়ে চলে যে পাখি কষ্টের কয়েক ফোটা গান

বিষন্নতার বৈভবে যে বড়ো বেশি প্রসন্ন হয়ে ওঠে মাঝে মাঝে

আপন পালকের প্রান্তে রাখে ঠোঁট , চুম্বনে হয় উষ্ণ প্রায়শই

চুম্বকের মতোই সে তো ডেকে যায় , খাঁচার ভেতর অহরহ।

 

সেই সোনার খাঁচায় বন্দী হতে  পারবে কি কখনই অরিন্দম

সেই ঠোঁটে মেলাবে কি কখনও তার ঊষ্ণ ঠোঁট দুটো

নাকি কেবলই প্রদক্ষিণ খাঁচার চার পাশে, বিষন্নতার বিলাসী স্নান

অবশেষে আনমনেই ঝেড়ে ফেলা জলের শেষ বিন্দুটুকু ?

 

রোদ পোহানোর প্রত্যাশায় খাঁচায় বসে থাকে বিষন্ন সেই পাখি

অরিন্দম জানে মেলাবে না নিয়তি , বাঁধবে শুধু অদৃশ্য রাখি।

 

 

৭ই জুন  ,২০১৬, ম্যারিল্যান্ড

Copyright@ anis ahmed