সেদিনের সেই কৈশোর ছিল কঠিন

দ্বান্দ্বিক দুনিয়ায় বেড়ে ওঠা প্রতিদিন

পরদেশী ভাষায় ভাসিয়ে দেওয়া নিজকে

গড্ডালিকা প্রবাহে যেন খড়কুটোর মতো

ভেসে যাওয়া ভিন্ন সংস্কৃতির অন্য মোহনায়।

প্রতিদ্বন্দ্বি এক প্রাঙ্গনে বন্দী-বাস প্রতিনয়ত ।

স্বপ্নেরা সেখানে পলাতক ছিল, দুঃস্বপ্নের হুমকিতে

কংক্রিটের দেওয়ালে মুক্তির বাগান ছিলো ঘেরা,

ছিল স্বদেশ অপরিচিত ধর্মের ধ্বজায় সংজ্ঞায়িত

চাঁদ তারার এক দূরবর্তী প্রতীকে হারিয়ে ছিল

আমার সুপরিচিত সবুজাভ সতেজ আঙিনা

ফণি মনসার কাঁটায় ছিল সাপের ফণার বিষ।

অবশেষে কুয়াশা কেটে যাওয়া ডিসেম্বরের এক বিকেলবেলা

স্বপ্নে দেখা সেই স্বদেশ পাওয়া, যাকে নিয়ে আনন্দ-মেলা ।

১৪ই ডিসেম্বর ২০১৪। ম্যারিল্যান্ড।

Copyright@Anis Ahmed