প্রক্ষালন কক্ষের আয়নাটায় রোজ সযত্নে লালন করি নিজের সত্তাকে আজকাল পাক ধরা চুলে না-পাক কলপ লাগাই প্রত্যহই চেহারাটাকে কেতাদূরস্ত করে রাখি অহর্নিশ । চিরুণী দিয়ে আঁচড়াই রোজ কলপিত দাড়িটা বোঝেনা কেউ রূপচর্চায় আমার এ বাড়াবাড়িটা।[…]
মার্চেই পাওয়া মার্চকে
বিস্ময়কর ও বিভক্ত এক মার্চ দেখেছিলাম সেদিন মুদ্রার এ-পিঠ, ও-পিঠ নয় কোনক্রমে সাদা ও কালোর মতই পরস্পর বিরোধী দিন ও রাত্রির মতো বৈরিপক্ষ পরস্পরের। জয় বাংলা ধ্বণিতে মুখোরিত এক মার্চ পূর্ণতার প্রত্যাশায় পুরিপূর্ণ এক মার্চ[…]
অ্যাকুইরিয়ামে একাকিত্ব
অ্যাকুইরিয়ামের জলমগ্ন জীবনে রঙিন ফানুস উড়াই কেবল আনন্দে তোমার কাঁচের ওপার থেকে মৌন মুগ্ধতায় যতই দেখ রোজ আামি যন্ত্র-নিয়ন্ত্রিত জীবন কাটাই, রাখো নাতো সে খোঁজ। সাগরে না হয় নাই-ই বা হলো অন্তত কোন বহতা নদীতে[…]
অনুভবের বিবর্তন
স্বপ্নের দৈর্ঘ্যরা ক্রমশই কমছে প্রতিনয়ত যতবার পাল্টাচ্ছি সাংবাত্সরিক পঞ্জিকা আমার বদলাচ্ছে দ্রুত চুলের রং, পুরোনো সব ঢং খাবার অভ্যেস এবং চোখের দৃষ্টিও সীমিত ক্রমশঃ । তবু হারাতে পারেনি কেউ হৃদয়ের দৃষ্টিকে স্বপ্নের দৈর্ঘ্য মেপেছো বটে,[…]
এ কেমন সমীকরণ
সংখ্যার হিসেব যেন শুভঙ্করের ফাঁকি ঘড়ির কাঁটা ঘুরতেই নতুনের ছবি আঁকি বছর বদলায় বলে খুলি হালখাতা হিমেল বিশ্বে দেখি শুধুই বরফ পাতা। টাইম স্কোয়ারে অগুনতি মানুষের ভিড় কখন নামবে বছরের বল, অগত্যা নেমে এলো […]
ঝরে যাওয়া পাতা তুমি*
[*দেওয়ান আরশাদ আলী বিজয়ের প্রয়াণে] সবুজ থেকে কখন যে রং পাল্টালো তোমার বুঝতেই পারিনি আমরা কেউ তোমাকে দেখেছি সবুজাভ প্রাণচাঞ্চল্যে বরাবর দেখেছি পদ্মার প্রশমিত ঢেউ। আবার দেখেছি পতাকার জ্বলজ্বলে সুরুয যেন বিজয়ের জ্বলন্ত প্রতীক[…]
রদবদলের সমীকরণ
আজকাল সংঘাত ও সংহারের সমীকরণে ব্যতিব্যস্ত বিশ্বে যে বসবাস আমার সেই সমুদ্রতটে বৃথাই খুঁজি মুক্তো মুঠো মুঠো বিদ্বেষের বালুকাবেলায় হারাই বার বার। ধর্ম-ভীরু হবার প্রাত্যহিক প্রচেষ্টায় নিজের অজান্তেই ঘটে যায় উন্মাদনার উন্মেষ কী নামে ডাকবো[…]
শেষের শুরু
কী এক বিষন্ন বিস্ময়ে কাঠবেড়ালিটা বসে আছে পুরোনো বৃক্ষের এক মগডালে ওই বৃক্ষ বেয়েইতো উঠে আসা তার এই অবধি না, তখনও বৃক্ষ হয়নি সে, গাছ বলতো সকলেই গাছই বলুক আর বৃক্ষই, সেতো অনড় এক অভিজ্ঞতা[…]
হ্রদ কিংবা হৃদয়
পরিচিত সেই হ্রদটির পাশ দিয়ে হেঁটে যায় অরিন্দম ভোরের স্নিগ্ধতায় কিংবা কণে দেখা আলোয়… না, না কণে দেখার কোন সুপ্ত বাসনায় নয় মোটেই সেই প্রেয়সী অরণিকে দেখার জন্যেই এই প্রাত্যহিক পদচারণা। অরণিও হাঁটে বুঝি[…]
আলোছায়ার অনুপাত
গাছের আগায় দেখি রবির আলোয় আলোকিত উষ্ণ পাতারা সব হাসছে সবুজে-সোনালীতে, রঙিন বন্ধুত্বের এ এক অবাক দৃশ্য তাদের নিজেদেরই মনের মোহন মিতালিতে । অথচ গাছের নীচে দেখি ঘুটঘুটে এক অন্ধকার পাতারা পতিত যেন মলিন এক[…]