আমার যে শূন্য মগজে দিয়েছ কয়েক গ্রাম বুদ্ধি হৃদয়ের গহীন গাঙে দিয়েছো ছটাকখানি বোধি ইঞ্চি খানেক জায়গা দিয়েছ ভালোবাসার জন্য কয়েক মুঠো ভাতে ভরাও পেট প্রতিদিন আনত কৃতজ্ঞতা তোমার প্রতি প্রভু। এক চিলতে উঠোনে নানাবিধ[…]
নিখোঁজ এক মৃত্তিকার সন্ধানে
মৃত্তিকা মণি স্বপ্নের আবর্তে আসে আজকাল যতবার স্বপ্ন ভাঙ্গা কর্মিষ্ঠ দিনগুলো পায় না সহজে পরশ তার এই সেদিনও মৃত্তিকাকে দেখেছিলাম সবুজের আভাতে দেখেছিলাম আশ্চর্য ভাবে পুষ্পিত এক প্রভাতে সেই আমার আটপৌড়ে পোশাকের মৃত্তিকাকে খুঁজেছি বার[…]
যাওয়াতো নয় যাওয়া
ধীর পায়ে এই যে চলে যাওয়া তার কিংবা কখনও কখনও দ্রুত লয়ে হয়ত সুরের সুবাস ছড়িয়ে যায় সে তাতেই পশ্চাতবর্তী এই আমি কল্পনার আল্পনা আঁকি সকাল সন্ধ্যা এ কোন স্বপন চারিনী হাঁটে স্বপ্নের আঙিনায়। স্বপ্ন-ভরা[…]
দূরত্ব
দূরত্ব কী কেবলই মাপা যায় বলো মাইলে বা মিটারে জীবন কী কেবলই বাঁধা যায় বলো সুরেলা কোন গিটারে। তাই হতো যদি তবে কেন বলতো দূরে থেকেও আছো কাছে জীবনের অনেক নাই নাই করেও জীবনতো বেঁচেই[…]
আমিও তো
এতটাই নোংরা বিশ্বে বসবাস আমাদের যে “মী টু ” প্রতিধ্বণি শুনি সর্বত্রই আজকাল এতদিন যাকে নির্মল হ্রদ ও হৃদয় বলে জেনেছি এখন জানি সেতো ঐ গলির ধারের নর্দমা শুধু যে নর্দমাকে পাশ কাটিয়ে গেছি ইস্কুলে[…]
প্রেমের পীত জ্বর
জন্ডিসে আক্রান্ত পাতারা সব নিষেধ মানে না কারও উড়ে যায় নিমেষেই আমার উঠোন থেকে তোমার একান্ত চিত্ত চত্বরে। ভেবেছিলাম সংক্রমিত হবে তুমিও তোমার দেহ হলদে রং ধারণ করবে তার পর নেতিয়ে পড়বে আমার বুকে জ্বরাক্রান্ত[…]
তারাদের মিছিলে হারা মন
নক্ষত্র নই জাগতিক অর্থে না সঙ্গীতে , না ক্রিকেটে বিদ্যায় ও বুদ্ধিতেও নই নক্ষত্র কোন রাজনীতির নের্তৃত্বেও নেই যে গলা উপচে পড়বে ফুলের মালায় । তবু আকাশের বিশাল মাঠজুড়ে হেঁটে যাই নীরবে নিস্তরঙ্গে ফুল হয়ে[…]
যাওয়াতো নয় যাওয়া
শুধুই কি তুমি হেমন্তের রঙ্গিন পাতা হয়ে থাকবে বিচিত্র বর্ণে রাঙাবে কি মন, নাকি মনের কথা রাখবে উঠোনের গাছগুলোর শোভায় জানাবে শুভেচ্ছার নীরব বাণী অতঃপর ঝরে যাবে তুমি , ঝরাবে আমার অস্তিত্বখানি পাড়া থেকে বেরিয়েই[…]
কোলাজ গান
তোমার চোখের তারায় আপনি হারায় আমার চোখের তারা মোর দিবসগুলো বিবশ হলো রজনী তন্দ্রাহারা । তোমার ঠোঁটের কোণের হাল্কা হাসি প্রাণে বাজায় মধুর বাঁশি কাছে কিংবা দূরেই থাকো নিত্যদিনই চিত্তে রাখো নইলে অবশ দিনগুলোতে জীবন[…]
ঈর্ষার সমীকরণ
সর্ষের ঝাঁঝের মতোই ঈর্ষা যখন ক্ষুব্ধ করে তোমায় বর্ষার মেঘের মতোই ঈর্ষা তখন বিমর্ষ করে আমায় ঈর্ষার আগুনে তুমি দগ্ধ যখন হতে চাও অশ্রুর নদীতে আমি তখন ভাসাই আমার নাও। আজ নিয়তি তোমায় নিয়ে যায়[…]