আলো, একান্ত আঁধারেরই

ল্যাম্পপোস্টের মতোই দাঁড়িয়ে থাকা একাকী অন্ধকারের প্রাত্যহিক সঙ্গী হয়ে আঁধারের সঙ্গে আলাপন প্রত্যহই বন্ধুত্ব যতটা ,বৈরিতা বুঝি তার চেয়ে বেশী । আলোর অনাবিল উৎস হিসেবে অবস্থান যদিও , অন্ধকারের সঙ্গেই দেওয়া-নেওয়া অনুচ্চারিত কথোপকথন, অনুভবের আঙ্গিনায়[…]

বঞ্চনা তবুও

প্রান্তিক পাখি বলেই খুঁটে খাবার দায় গৃহহীন ঘাড়ে বহন করে যারা পক্ষী –বিশারদদের আলোচনার আলো থেকে বঞ্চিত তারা প্রতিদিন আবর্জনার আয়োজন থেকে বেরিয়ে আসবে অকষ্মাৎ সেই সামর্থ কই তার নেড়ি কুকুরের ধমক সয়ে যায় প্রায়শই[…]

An Ode to Boishakh

For ever with my heart’s allegiance to Boishakh And with the unquestionable trust I bow To the unspoken grandeur of this month. I know when the warmth turns into heat People may turn their face[…]

আসন্ন বৈশাখের বিষন্নতা

রমনার বটমূল নাকি শূন্য থাকবে এবারও সুরকে করেছে অসুর অণুজীব কন্ঠকে করেছে রুদ্ধবাক। এ কষ্ট জানি যতটা আমার, ততটাই সবারও । প্রভাতের সূর্যোদয়ে এবারও গাইবে না কেউ কোন ঘরের দ্বার খোলার গান নিস্তব্ধতার কাফনে ঢেকে[…]

ভালোবাসাওতো ভার্চুয়াল

বিমূর্ত ভালোবাসাও মূর্তমান হয় দেখা হয় যখন তোমার সাথে ঘোর অমাবস্যার নিকষ কালোরা পালায় চাঁদ হয়ে আসো যখন গভীর রাতে। অনুজীবেদের অনুকম্পায় ইদানিং ভালোবাসাও থাকে ছ’ফুট দূরে আমি শুধু প্রতীক্ষায় থাকি দিনরাত মাঝে মাঝে চাই[…]

অগত্যা বিষন্নতায় সমর্পণ

বিরামহীন এই যে অশ্রুপাত বসন্ত বিকেলের এই যে বিষন্নতা তারই সঙ্গেতো সংলাপ আমার কিঞ্চিত্ মঞ্চের মধ্যখানে একেবারে বাকিটা পাদপ্রদীপের আলোর বাইরে। তুমিওতো জানো বন্ধু, হে বিষন্নতা চারিদিক যখন দোলে দোদুল্যমান এবং পোশাকি বসন্ত প্রকাশমান তখনও[…]

স্বপ্নের সমান তুমি

কে বলে স্বপ্নরা জন্মায় না কখনই কে বলে স্বপ্নরা শুধু আসে গভীর ঘুমে আমিতো জানি স্বপ্ন জন্মেছিল জাগরণে এবং জাগাতে জনতাকে সর্বক্ষণে । স্বপ্ন এসেছিল মধুমতি নদী বেয়ে স্বপ্ন এসেছিল এক বাস্তবের পথ চেয়ে ।[…]

কবিতার জবাবদিহি

সেদিনকার এক গোধূলি সময়ে যখন অস্ত যায়নি সূর্য পুরোটা চাঁদ ও ওঠেনি পূর্ণিমার উঠোনে, নীলকন্ঠি পাখিটা বলে উঠলো কবিতার সঙ্গে কিসের এত ঢলাঢলি সেই কি তবে তোমার প্রথম প্রেম ! হতবাক অরিন্দম অগত্যা বলে কবিতার[…]

স্থির চিত্র, অস্থির চিত্ত

জগতের তাবত্ প্রেমিকেরা সেই কোন কাল থেকে খোঁজেন কেবল মোনালিসার একচিলতে হাসি প্রেয়সীর ঠোঁটে। সেই যে কবে কোন কালে দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ছবিটা প্রেমের এ দূর্মূল্যের বাজারে অমূল্য হয়ে রইল সেই ছবিটা প্রেমিক-পুরুষদের মনে[…]

কবিতায় কবিতা

কবিতায় কবিতা আনিস আহমেদ একালে এবং সেকালেও সকালে ও বিকালেও এতটাই কাটা-ছেড়া এতটাই ভাঙা বেড়া যে তুমি যত হয়েছ রক্তাক্ত আমি ঠিক ততটাই ঘর্মাক্ত । শব্দদের করেছি চৌচির বিশেষজ্ঞ যেন এক বীর খুঁজেছি অযথা চিত্রকল্প[…]