প্রথম দৃশ্য : বাংলাদেশ
অংকের হিসেবে শুভঙ্করেরা আজকাল চালায় তাবৎ বিশ্ব
তাদেরই হিসেবে প্রাপ্তি আমার , তাদেরই হিসেবে নিঃস্ব
সংখ্যায় কোথাও বা আমি হই লঘু, তুমি হয়ে যাও গুরু
সেই পরিসংখ্যানে মালাউন এ মন আমার কাঁপে দুরু দুরু ।
পাছে অবমাণিত হয় ধর্ম তোমার সে ভয়ে থাকি দিবারাত্রি
তুমি থাকো নিশ্চিত নাগরিক হয়ে আমি হই অনিশ্চিত অভিযাত্রী ।
কবে কখন অবয়ব পাতায় কে করেছে অবমাননা তোমার ধর্মের
তাতেই হায় খেসারত দিতে হয়, দুষ্টু লোকের যত অপকর্মের
পুড়ে যায় আমার ঘরবাড়ি সব, হরিলুটে হারাই গবাদি পশু
গো-বেচারা এই আমি, নীরব দেখে যাই শত শত নরপশু ।
মাইকের ঘোষণায় ভেঙ্গে যায় ঠাকুর আমার , ভেঙ্গে যায় মন্দির
তারপর সংখ্যার গুরুত্বে ছল করে আসো , দাও প্রস্তাব সন্ধির।
কারণ, আমি সংখ্যায় লঘু অতি
তাই জীবনে তুমি টেনে দাও যতি
দ্বিতীয় দৃশ্য : ভারত
মন্দিরের ঠাকুর যেই জানালেন, কে জানি দেখেছে গরুর কঙ্কাল
অমনি রোষে অগ্নিমূর্তি গুরুরা সকলেই, কে দেখেছে এহেন কলিকাল
গো-হত্যা পাপ যতখানি জেনো, ততখানিই পূণ্য যবন- হত্যা
সংখ্যায় লঘু বলেই যবন আমি জীবন দিয়ে যাই অগত্যা ।
তোমার পুলিশ আমার হেঁসেলের মাংস পাঠায় ডাক্তারি পরীক্ষায়
ভাগ্যিস গো-মাংস ছিল না পাত্রে আমার আদৌ , জানালো সমীক্ষায় ।
ততক্ষণে হায় গুরু তোমার পিটুনিতে আমার আসামি স্বামী নিহত
লঘু হবার অপরাধেই বাড়িঘর তছনছ, অসংখ্য হলাম আহত
যবন হয়েই থাকবো কী চিরকাল , তাতেই কী যবনিকাপাত
আমার লঘুত্বই যে বাড়ায় তোমার গুরুত্ব , তাই তুমি করো বাজিমাত।
খবর ছড়ালো বিয়ের আসরে ভোজের জন্য হবে বুঝি গরু বিক্রি
মিছিলে মিছিলে সয়লাব গ্রাম, তাই তোমার আনা আমার মরণ ডিক্রি
কারণ, আমি সংখ্যায় লঘু অতি
তাই জীবনে তুমি টেনে দাও যতি
তৃতীয় দৃশ্য : মিয়ান্মার
সন্ত্রাসী দমনের এমন নিরেট নিরপেক্ষ ছিল যে তোমার অজুহাত
তাতেই তুমি নৃশংস হলে , চাইলে করতে বাজিমাত
শত বছরের রোহিঙ্গা আমি, হায় তোমার অভিধানে শুধু নামহীন
সংখ্যায় ক্ষীণ বলেই , এমন হীন করে রাখো দিন দিন।
ঘরবাড়ি পোড়াও নৃশংসতায় , চারিদিকে আগুনের শিখা লেলিহান
পুরুষেরা হয় তোমার বলির পাঁঠা , নারীরা খোয়ায় মান সম্মান।
বোধিবৃক্ষে দেখো অশ্রুপাত, অশোক হয়ে গেছেন হতবাক
লুণ্ঠিত আজ বুদ্ধের অহিংসা, চারিদিকে সংখ্যাগরিষ্ঠের হাঁকডাক
আমার এ শান্তির নীড়ে , কেন আজ অশান্তির চরালে তুমি ঘুঘু
কারণ বুঝি ঐ একটাই সংখ্যায় তুমি গুরু , হায় আমি সংখ্যালঘু
শান্তির পায়রাকে দেখাও বুড়ো আঙ্গুল, চাও জাতিগোষ্ঠিমুক্ত বিশুদ্ধি
ভেলা ভাসিয়ে অবেলায় আমি চলে যাই ভিনদেশে, হয় হতবুদ্ধি
কারণ, আমি সংখ্যায় লঘু অতি
তাই জীবনে তুমি টেনে দাও যতি
জনগণনার এই হিসেবে আর কতকাল তুমি আর আমি র’বো বিভক্ত
ধর্ম-বর্ণ -গোত্র বিভেদের ঊর্ধ্বে জেনো তোমার আমার সমরঙের রক্ত।
১৪ ই অক্টোবর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright @ Anis Ahmed
মুগ্ধ হলাম মানবতার স্পর্ষে।