দুঃসময়ের গন্ডিটা কী ক্রমশই বড় হচ্ছে
তা হলে সুসময়ের কাছে যেতে হলে দৌড়াতে হবে বহুদূর !
আঁধার কি আজকাল এতটাই আচ্ছন্ন করেছে দশ দিগন্ত
যে একাদশ দিগন্তের সন্ধানে পাগল ও পন্ডিত যুগপৎ শশব্যস্ত।
এখনতো, এই ঈদের মৌসুমেও দর্জিরা ভুলে গেছে জামা কাটা
এখনকার খলিফারা সব যত্রতত্র ছাঁটছে ডানা মুক্তমনার
বিতার্কিকেরা শান দেয় না আর যুক্তির তলোয়ারে তেমন একটা
শক্তির শাবলই খুঁড়ছে কবর সব শালাদের যারা স্বাধীনতার কথা বলে ।
এখন তো আকাশ ছোঁয়ার স্বপ্নরা সব একে একে নিহত, মর্ত্যমুখি
শিশুরাও তটস্থ এখন গোর আজাবের অভ্রান্ত ভয়ে
ভ্রমরদের সংখ্যা বেড়েছে সর্বত্রই বাগানের দিগন্ত জুড়ে
যে কুসুমরা কুঞ্চিত এখন কাঁটার ঘনত্বের আড়ালে ।
এখনতো আদিগন্ত প্রসারিত মেঘেরা করে গর্জন কারণে অকারণে
বৃষ্টি তবু নামে না , শুকনো থেকে যায় মনোভূমিরা কতিপয় আগাছার আড়ালে
সুড়ঙ্গের ওপারে আলোর প্রতিশ্রুতি দেন পরস্পর প্রতিপক্ষ যাঁরা, জানি তাঁরাও
তবু চাকচিক্যের চতুরতায় সুড়ঙ্গেই বন্দি রাখেন দেহ-মন সর্বস্ব ।
মগজ ধোলাইয়ের কারখানাগুলো নিপুণতায় বাড়ায় বানিজ্য বিশ্বময়
আর কবে তবে মগজ ও মননের রোগেরা হবে সব নিশ্চিত নিরাময়।
২০শে জুন ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed
অসাধারণ লেখা খুব খুব ভালো লাগলো ।
Rashel noakhali