আজ নাকি চাঁদ এসেছে পার্থিব সত্যের কাছকাছি
জোছনার জলে স্নান করাবে আপাদমস্তক আবর্জনা নিমজ্জিত
অমাবশ্যা ছাওয়া এই পৃথিবীকে আমার
যেখানে দাঁড়ালে আজকাল কায়ার চাইতে ছায়াই হতে থাকে দীর্ঘ
আলো ক্রমশই হয়ে আসে বিশ্বের রেটিনায় নিত্যই হ্রস্ব ।
রসিকতা নয় এ মোটেও। অন্ধকারের শেকলে বন্দি এ বিশ্ব।
কথিত বিধর্মী হননের হুঙ্কারে আজকাল অহংকার করে ছায়াপাত
আঙ্কিক হিসেব কষে গুরুরা দিচ্ছে লঘুদের হুমকি সকাল বিকাল
আদিবাসি বিতাড়নে ব্যতিব্যস্ত ক্ষমতার পতাকাবাহি কেউ কেউ
জানেনা ওরা আদৌ, আদি আদিবাসী ছিলেন স্বয়ং আদিপুরুষ আদম
মুছে দিলে তাঁকে , নিজের অস্তিত্ব নিয়ে বিপাকে পড়বে তুমি
যতই লালসার লোলে দখলে নিয়ে যাও তাদের জন্মভূমি ।
পূর্ণিমার চাঁদ , এখন আর নয় সুকান্তের সুপরিচিত ঝলসানো রুটি
পূত পবিত্র করার ব্রত নিয়ে বিব্রত করে সে অন্ধকারের কীট-পতঙ্গদের
সংখ্যার হিসেবে কোথাও অসহায় হিন্দু, বিতাড়নের হুমকিতে বিচলিত মুসলিম
নিজ বাসভূমে কতল হয়ে যায় কতশত খ্রীষ্টানও আজকাল
উদ্বাস্তুদের উদ্বাহু হয়ে তেমন ঊষ্ণতায় ডাকে না কেউ, পশ্চিমে কিংবা পূবে
হায় এমনি করেই ধীরে ধীরে বিশ্বাসের নিঃশ্বাসেরা সব বাতাসে যাবে উবে!
পৃথিবী ও পূর্ণাঙ্গ এ চাঁদের মিলনে, জানি দু’জনেরই কলঙ্ক যাবে মুছে
গ্লানিকে যারা গরিমা ভেবে বেমালুম ভুলে ভোগে, তাদের ভ্রান্তি যাক ঘুঁচে।
১৩ই নভেম্বর ২০১৬; ম্যারিল্যান্ড
Copyright @ anis ahmed
So much appropriate and expressive! Excellent 🙂