[ মিসেস জাহানারা আলীর অকষ্মাৎ প্রয়াণে]
অনেকখানি পথ পেরিয়ে এসে এখন বুঝলাম
কোন কোন যাত্রার জন্য জিপিএস এর প্রয়োজন নেই আদৌ
এই যে তুমি দূরের যাত্রায় ছিলে শঙ্কিত বরাবর
গোধূলির পর গাড়ি চালাতে চাইতে না কষ্মিন কালেও
অথচ কী মসৃণ ভাবে তোমারই জীবনের সন্ধ্যা নামালে
বোকার স্বর্গে আমরা যখন বলি এই বুঝি প্রভাত হলো।
সেই প্রভাতেই চলে গেলে তুমি নিঃশব্দেই শব্দাতীত গতিতে
বিচলিত বিস্ময় নিয়ে হঠাৎ থমকে গেলো সেই আমি
যে জিপিএস এ ভর করে তোমাকে নিয়েছে কতশত জায়গায়
কী কুণ্ঠাহীন নিশ্চয়তায় দূরের যাত্রী হতে তুমি আমার এ বাহনে
তেমনি অকুন্ঠ চিত্তে চলে গেলে তুমি এতটাই দূরে আজ
যে সর্বাধূনিক ন্যাভিগেটারের মানচিত্রে ধরা পড়ে না সে পথ।
শূন্য হলো তোমার আসন আয়োজনে-প্রয়োজনে , ভরালে কেবল একটি কবর
এখন জানে না কেউই, যখন তখন ফোনে অমন করে কে নেবে কার খবর ।
২৩শে অক্টোবর ২০১৬
Copyright @ anis ahmed
The very truth awaiting all of us! I stayed speechless for a moment. Your excelent capture … drove me deeper
Thank you so much for echoing the thoughts @ parboti Rehana Perveen