আষাঢ়-শ্রাবণের অনুভবেরা সব

আজকাল প্রায়শই টিনের চালে শুনি

বৃষ্টির টাপুর টুপুর নূপুর

কে যেন গেয়ে যায় বর্ষার গান অনুক্ষণ

এবং অতএব এই সারা দুপুর।

অকষ্মাত্ মনে হয় টিনের চাল কোথায়

কোথায় পাবো সেই সঙ্গীত

এ তো কেবল এই শুষ্ক বাস্তবতায়

পরাবাস্তব এক ইঙ্গিত ।

তবু থেকে যাই সেই আষাঢ়-শ্রাবণের প্রতীক্ষায়

ইচ্ছে জাগে ভিজি ঝুম বৃষ্টিতে

ভিজিয়ে দিয়ে যাক হৃদয়ের শুষ্ক আঙিনাটুকু বার বার

হারিয়ে যাই প্রত্যাশার সৃষ্টিতে ।  

শ্রাবণের কষ্টগুলো তবুও গ্রথিত আছে

গহীন হৃদয়ের গোপনে

রবি ও মুজিবের চলে যাওয়াতো শ্রাবণেই জানি

বেদনার বৃক্ষ রোপনে ।

চোখের জল মিশে যায় নিত্যই আজ শ্রাবণ বর্ষণে

তবু বর্ষার মেঘেই খুঁজি ক্ষণিক প্রশান্তি

মেঘের ঘনঘটায়  আলোরা লুকোলো আজও হায়

চতুর্দিকে শুনি কেবল করোনার-ক্রান্তি।

শোক ও সংশয় পেরিয়ে তবুও আষাঢ়ে শ্রাবণে খুঁজি আশা

মেঘের ডঙ্কা বাজিয়ে আসে যখন বরষা 

উঠোনে জমা জলের ছল ছল শব্দে পেয়ে যাই আজকাল

নান্দনিক এক অন্যরকম ভরসা।

বড্ড ইচ্ছে করে এখনও জানি সেই  ঝুম বৃষ্টিতে ভিজে আসা

এ যেন এক শৈশবে ফিরে যাওয়া, আষাঢ়স্য দিনের প্রত্যহ প্রত্যাশা ।

 

২রা  আগস্ট   ২০২১, ম্যারিল্যান্ড  

Copyright@anisahmed

*চিত্রঋণ : কাদেরী হাফেজ আহমেদ

Comments

35 thoughts on “আষাঢ়-শ্রাবণের অনুভবেরা সব

  1. Pingback: cvs cialis price
  2. Pingback: cialis 500 mg
  3. Pingback: usa bingo
  4. Pingback: madribet
  5. Pingback: meritking
  6. Pingback: meritroyalbet
  7. Pingback: eurocasino
  8. Pingback: sildenafil tablet
  9. Pingback: perabet
  10. Pingback: elexusbet
  11. Pingback: madridbet
  12. Pingback: meritking
  13. Pingback: eurocasino
  14. Pingback: trcasino
  15. Pingback: elexusbet
  16. Pingback: trcasino
  17. Pingback: tombala siteleri
  18. Pingback: tombala siteleri
  19. Pingback: tombala siteleri
  20. Pingback: meritroyalbet
  21. Pingback: meritroyalbet
  22. Pingback: meritroyalbet
  23. Pingback: child porn

Leave a Reply to google Cancel reply

Your email address will not be published. Required fields are marked *