সাদা-কালোর মধ্যে বৈপরীত্য কেবল বাহ্যিক;
পরিপূরক সেতো প্রকৃত অর্থেই পরস্পরের
তাইতো দেখি স্বচ্ছ চোখের সমুদ্রে ভাসে
কালো মণির ভেলা, লক্ষ্যবিহিন এক অভিযাত্রায় ।
স্থির যতই করো না কেন , চঞ্চল চোখ তোমার
চিত্তের চত্বরে চলিষ্ণু চাঞ্চল্য রয়ে যায় অবিকল।
নিস্পলক নেত্রে নিরন্তর যে চেয়ে থাকা অনির্দিষ্ট
মূর্তমান বাস্তবের চেয়ে স্বপ্নের বিমূর্ততাই মূখ্য সেথায়
যদিও স্থির চোখে অস্থির চিত্ত নিমজ্জিত নির্মল আনন্দে
ডুব সাঁতারে হৃৎ-কুলে উঠে আসার স্বপ্ন পরাহত ।
ধ্রুপদী শিল্পকর্মের মতো কেবল চেয়ে চেয়ে দেখা
নিমজ্জিত সে মন মুক্তোর মতো , তুলে আনা দুষ্কর।
কোঁকড়া কেশের ঢেউয়ে কেবল চকিত চুম্বনের কাঙ্খিত
স্বপ্ন। নান্দনিক এক অনামিক আনন্দে বিভোর তখন তুমি।
copyright@anisahmed
Beautiful depiction of existence of opposites on the same pole: black and white, reality and dream ‘স্থির চোখে অস্থির চিত্ত’ . Romantic thoughts of the lover. Your last two poems beautifully draw the pictures of eyes. Loved it Anis bhai . I always enjoy reading your poems Best wishes