চেতনার চত্ত্বর জুড়ে রোদেলা দুপুর প্রশ্নবাণে হয়ে যায় খন্ড-বিখন্ড সমুজ্জ্বল যতটাই থাকুক না কেন ঘনিয়ে আসা অন্ধকারের অবস্থান শংকার ডংকা বাজিয়ে চলে অহর্নিশ নিরুত্তর অসহায় সত্যে থেকে যাই অন্ধকারেই। কেন বিশ্ব-মাতা এতটা মারমুখি স্নেহের বাঁধন[…]
Month: June 2024
কাল বণাম আজ
অতীতকে নিয়ে উল্লসিত যারা আমি আজ তাদের দলের নই কেউ নিকট অতীতের অনেকটাই ছিল আমার ধুলোয় ধূসরিত কিংবা একেবারেই অন্ধকার। গতকালও ছিল কালরাত্রির অভিশপ্ত দিনকাল আমার দেখেছি তখন অস্পষ্ট আলো, কিংবা একেবারেই অন্ধকার। আজ ভিন্ন[…]
কিন্তু তবুও
আজ নাকি জোছনার জলে বনেরা করবে স্নান আজ নাকি নিমজ্জিত হবে আমার ফুল বাগান। আজ নাকি চাঁদ থাকবে চাঁদেরই অবয়বে ফটো শপের কারুকার্যে আর আসবে না অন্যকোন বৈভবে । তবু যাপিত অমাবস্যায় অভ্যস্ত এই মন[…]