প্রসঙ্গ : প্রবোধ

আকাশ ছুঁতে বড় ভয় আমার অথচ সময়ের সোপান বেয়ে প্রত্যহ যে ঊর্ধ্বে আরোহণ সেতো নিম্নগামিতাই বস্তুত। মাটির সঙ্গে একাকার হওয়া অথবা গঙ্গা জলের চিতাভষ্মে ভাসা, আর আকাশের তারা হয়ে থাকা অভিন্ন সত্য –বলেন যে বিজ্ঞজনেরা[…]

… তবু গেলে ঝরে

( কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে ) হ্যাঁ তখনই বুঝেছিলাম এবার শীতার্ত হবো আমরা কারণ তোমার ওই হৈমন্তি বেশে ছিল ঝরে পড়ার শংকা।   হাসপাতালের শয্যায় কিংবা বাড়ির খাটে তোমার পান খাওয়া ঠোঁট হলো যখন তামাটে।[…]

আমার আমি

চিরসবুজ কোন বৃক্ষের মতো আসিনিতো এ ধরণীতে যে শীতের সীমান্তে বসেও গাইবো বসন্তের জয়গান অভিজ্ঞতার বোঝায় ক্রমশই নূয়ে পড়েছে বৃদ্ধ এ বৃক্ষ এখনতো জানি ভুলে থাকার কথা সব মান-অভিমান। ঝুড়িতে থাকা অভিজ্ঞতারা সব একেকটি কম্পাস[…]