অ্যাকুইরিয়ামে একাকিত্ব

অ্যাকুইরিয়ামের জলমগ্ন জীবনে রঙিন ফানুস উড়াই কেবল আনন্দে তোমার কাঁচের ওপার থেকে মৌন মুগ্ধতায় যতই দেখ রোজ আামি যন্ত্র-নিয়ন্ত্রিত জীবন কাটাই, রাখো নাতো সে খোঁজ। সাগরে না হয় নাই-ই বা হলো অন্তত কোন বহতা নদীতে[…]

অনুভবের বিবর্তন

স্বপ্নের দৈর্ঘ্যরা ক্রমশই কমছে প্রতিনয়ত যতবার পাল্টাচ্ছি সাংবাত্সরিক পঞ্জিকা আমার বদলাচ্ছে দ্রুত চুলের  রং, পুরোনো সব ঢং খাবার অভ্যেস এবং চোখের দৃষ্টিও সীমিত ক্রমশঃ । তবু হারাতে পারেনি কেউ হৃদয়ের দৃষ্টিকে স্বপ্নের দৈর্ঘ্য মেপেছো বটে,[…]

এ কেমন সমীকরণ

সংখ্যার হিসেব যেন শুভঙ্করের ফাঁকি ঘড়ির কাঁটা ঘুরতেই নতুনের ছবি আঁকি বছর বদলায় বলে খুলি হালখাতা হিমেল বিশ্বে দেখি শুধুই বরফ পাতা। টাইম স্কোয়ারে অগুনতি মানুষের ভিড় কখন নামবে বছরের বল, অগত্যা নেমে এলো    […]