ঝরে যাওয়া পাতা তুমি*

[*দেওয়ান আরশাদ আলী বিজয়ের প্রয়াণে]   সবুজ থেকে কখন যে রং পাল্টালো তোমার বুঝতেই পারিনি আমরা কেউ তোমাকে দেখেছি সবুজাভ প্রাণচাঞ্চল্যে বরাবর দেখেছি পদ্মার প্রশমিত ঢেউ। আবার দেখেছি পতাকার জ্বলজ্বলে সুরুয যেন বিজয়ের জ্বলন্ত প্রতীক[…]

রদবদলের সমীকরণ

আজকাল সংঘাত ও সংহারের সমীকরণে ব্যতিব্যস্ত  বিশ্বে যে বসবাস আমার সেই সমুদ্রতটে বৃথাই খুঁজি মুক্তো মুঠো মুঠো বিদ্বেষের বালুকাবেলায় হারাই বার বার। ধর্ম-ভীরু হবার প্রাত্যহিক প্রচেষ্টায় নিজের অজান্তেই ঘটে যায় উন্মাদনার উন্মেষ কী নামে ডাকবো[…]