পরিচিত সেই হ্রদটির পাশ দিয়ে হেঁটে যায় অরিন্দম ভোরের স্নিগ্ধতায় কিংবা কণে দেখা আলোয়… না, না কণে দেখার কোন সুপ্ত বাসনায় নয় মোটেই সেই প্রেয়সী অরণিকে দেখার জন্যেই এই প্রাত্যহিক পদচারণা। অরণিও হাঁটে বুঝি[…]
Month: June 2022
আলোছায়ার অনুপাত
গাছের আগায় দেখি রবির আলোয় আলোকিত উষ্ণ পাতারা সব হাসছে সবুজে-সোনালীতে, রঙিন বন্ধুত্বের এ এক অবাক দৃশ্য তাদের নিজেদেরই মনের মোহন মিতালিতে । অথচ গাছের নীচে দেখি ঘুটঘুটে এক অন্ধকার পাতারা পতিত যেন মলিন এক[…]