নিভৃতে নিঃসঙ্গেই সান্ধ্য সুরাপানে মদমত্ত গেলাসের পর গেলাস গিলেছি যখন রোজ গেলাসতো নয় লোকজন বলে এ কোন ছাইপাশ আমি বলি এতো সেই স্বর্গেরই উদ্যানে বসবাস । বেহেশতের হুর অথবা স্বর্গের অপ্সরারা সব হেঁটে যায় যেন[…]
Month: May 2022
ছন্দ-পতন
গদ্যের পথ ধরে হাঁটছি ক্রমশই পথটা বন্ধুর, বড্ড এবড়ো-খেবড়ো সেখানে কোন বহতা নদী নেই নেই সাঁতার কাটা কোন শাপলা শালুক শ্যাওলায় বড্ড পিচ্ছিল সে পথ। সোঁদা মাটির সুগন্ধ পাইনে আজকাল কাদায় নিমজ্জিত পথ ধরে[…]