ফুল ফুটলো কী ফুটলো না তাতে আমার কিচ্ছু যায় আসেনা তাপমাত্রার পরিমাপ নিয়ে একটুও চিন্তাগ্রস্ত নই আমি । ওই তো দেখি ভাবনার আকাশে আজ নক্ষত্রের মতো ফুলেরাও করছে জ্বলজ্বল সেখানেইতো প্রজাপতি মন আমার স্থায়ী বাশিন্দা[…]
Month: March 2022
কবিতা লিখব কেন, কেন লিখব কবিতা
রোজই যে বলো সমস্বরে সকলেই কবিতা লেখো, লেখো না কবিতা কবিতা লেখা কি এতটাই সহজ যে এই সময়ে শব্দরা আসবে, নাকি আসবে শুধু যুদ্ধের ছবিটা ! কবিতার প্রতিপক্ষরা আজ পাশব হলো সব ছন্দপতনের আনন্দে[…]