বাঙালির কাঙালি এ মন

আজকাল আমি শুধু বাঙালি খুঁজি হ্যাঁ খুঁজি আমি দিবানিশি একজন বাঙালি না, বিদেশে থাকি ব’লে নয় স্বদেশে গেলেও থাকি হয়ে বাঙালিরই কাঙালি। আমি খুঁজি তাঁতের শাড়িতে বাঙালি নিদেন পক্ষে জামদানি পরা কোন বাঙালি কন্যা বিপন্ন[…]

সুর প্রত্যাশী মন আমার

আজকাল সর্বত্রই খুঁজে বেড়াই সুর  শুধু নইলে মরুভূমি এ বিশ্ব কেবলই ধুধু; চাই একচিলতে সুরের আমেজ উঠোনে আমার নইলে ছন্দ হারাই জীবনে নিত্যই বারে বার। অসুরের দাপটে সুরেরা আজ পরিযায়ী পাখি, মনে হয় এখন, বিরহের[…]

ধোঁয়াশা

আবহাওয়াবিদরা আজকাল প্রায়শই বলেন বায়ু দূষণই এই ঘনধোঁয়াশার কারণ হৃদয়ে তো পাইনে খুঁজে দূষণ আজ অবধি তবে মনে কেন জমবে এ গাঢ় ধোঁয়াশা। স্পষ্ট কেন দেখতে পাবো না আমি যে রয়েছে হৃদয়েরই কাছাকাছি । মনোভূমিতে[…]