শোক ও শক্তির কথা

ভোরের শিশিরে এখনও দেখি তোমাকে ঠিক ততটাই যতটা দেখি বোশেখী রোদে মানচিত্র ছিঁড়তে চাইছিল যে শকুনেরা একদা তারই অক্ষত চিত্রপটে দেখি প্রত্যহই তোমায় । তোমার তর্জনীতে এখনও খুঁজে পাই আমি সেই বজ্র নিনাদ, একদা যে[…]

শ্রাবণের শোক

শ্রাবণ এলেই মনে পড়ে যায় অশ্রুতে টইটুম্বুর সেই চায়ের কাপের কথা অথচ কি জানেন সে দিন বৃষ্টি পড়েনি তেমন মেঘেদের মিতালি ছিল অন্যরকম ফিস ফিস করে বলছিল কথা যেমনটি বলে বিশ্বের তাবত্ ষড়যন্ত্রকারী এবং আচ্ছন্ন[…]

আষাঢ়-শ্রাবণের অনুভবেরা সব

আজকাল প্রায়শই টিনের চালে শুনি বৃষ্টির টাপুর টুপুর নূপুর কে যেন গেয়ে যায় বর্ষার গান অনুক্ষণ এবং অতএব এই সারা দুপুর। অকষ্মাত্ মনে হয় টিনের চাল কোথায় কোথায় পাবো সেই সঙ্গীত এ তো কেবল এই[…]

সাদা-কালোর কথা

সাঁঝের আলোতে কেন দেখতে হবে কনে কেন নয় মনের আলোতে বর্ণিল এ বিশ্বে যতটা থেকে যায় বর্ণবাদ তাতেই পৃথক সাদাতে কালোতে কৃষ্ণকলি কি কেবলই কবিদের কথা হবে চিরদিন  রাজনীতিকদের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শ্লোগান কালো কি[…]