আমিই যদি প্রকৃতি

আচ্ছা ধরো , আমি যদি প্রকৃতিই হতাম মেঘ না হ’তেই বৃষ্টি পাওয়া হৃদয় তোমার মেঘনার তীরে, খুঁজে পেতো কী আমায় । ঋতুবতী হবার সেই প্রথম সকালে বুঝতে কী তুমি ঋতুর সাথে হৃদ্যিক প্রাত্যহিক প্রণয় ।[…]

Identity

( Translated from Rabindranath Tagore’s poem পরিচয়) Once upon a time, the spring wind Made my boat anchored at this bank. You all asked me, “ Who are you? And where are you going to[…]

চিঠি

রোজ রোজ কথা দিই কবিতার শব্দে ভরাবো তোমার কাঁখের কলস রোজ রোজ তোমায় বলি ঐ শব্দ সম্ভারে হারানো হৃদয় হয়ে যায় সরস। কথা রাখি নাতো রোজ আমি শব্দরা মাঝে মাঝে লুকোয় যেন কোন এক অন্তরালে[…]

গোধূলি

গোধূলি তুমি কি একেবারেই একা একাকীত্বই কি নয় তোমার সঙ্গী । তবেতো একা নও তুমি আদৌ কোমল আলোয় স্নান অঙ্গাঅঙ্গি। এক আকাশ আলোতো ছড়ালে একদা এক জীবন-দৈর্ঘে সারাটা দিন জুড়ে কখনও লুকোলে মেঘের আড়ালে সহসা[…]