এমনটি দেখিনি কখনো আমি যে সুর ও বাণী ভর করেছে দেহ জুড়ে কারো শুধু তোমায় দেখি বিস্ময়কর বৈভবে ছন্দে ও তালে নিজেরই অজান্তে দৃষ্টি কাড়ো। অপশক্তি অপসৃত যখন নন্দিত বন্দনায় অস্থি-মজ্জায় তোমার জেগে ওঠে তখন[…]
Month: June 2019
উচাটন উচ্ছাস
বৈকালিক চায়ের কাপে চুমুক দিয়েই মনে হলো তোমার ঊষ্ণ ঠোঁটই বুঝি এটা যাকে স্পর্শ করার সেই আদি ও অকৃত্রিম আনন্দটা নন্দন কানন থেকেই নান্দনিক হয়ে আছে। ঝুল বারান্দার কার্নিশে বসা হলদে পাখিটা দেখে ভাবি এ[…]