অনুভবে অরণি যখন

কখনও অরণি তার কবিতার ছন্দ হয় কখনও বা অহেতুক সংশয়ে দ্বন্দ্ব হয় তখনও ভালোবাসার কমে না দৈর্ঘ গভীরতায় দিয়ে যায় পারস্পরিক অর্ঘ। স্নিগ্ধ সন্ধ্যায় হলদে পাখি হয়ে আসে ঘোরে বটবৃক্ষ-হৃদয়েরই আশে পাশে পথের কোলাহল পেরিয়ে[…]

হঠাৎ দেখা

অকষ্মাৎ এক খন্ড মেঘলা আকাশে এক চিলতে রোদ হয়ে এলে তুমি তার পর আমার হৃদয়ের ভেজা উঠোনে মুঠো মুঠো উষ্ণতা ছড়ালেই। টুকরো টুকরো শব্দরা সব কোমল হয়ে কন্ঠেই মেলায় তোমার ধীর লয়ে আমি শুধু অঞ্জলি[…]

আকাশ

আকাশ দেখার ইচ্ছে আমার মাটিতেই মিশে যায় জানিনে কী অজানা লজ্জায় আকাশ লুকোলো অন্তহীন মেঘের আড়ালেই। আমার জানালা রেখেছি খোলা কখনও আকাশ যদি দেয় দেখা সেই এক গভীর আশায় আশায় আকাশ পাবো নিমেষেই বুঝি হাতখানা[…]