প্রদীপ শিখার প্রতীক কথা

বৈরি বাতাসও নেভাতে পারেনি প্রাণের প্রদীপ শিখা মশাল হয়ে জ্বলে থাকে সে আঁধার রাতের দিশা সন্ধ্যা আকাশে সূয্যি যখন অকষ্মাৎ দেয় ডুব তখনই তোমার নৃত্য দেখি আনন্দ জাগে খুব। হতাশায় হতবাক হওয়া বিশ্ব যখন হয়[…]

সেই এক আদি কবির কথা

আমারতো কবি হবার কথা ছিল না বাংলায় উষ্ণ উপমায় ভরানোর কথা ছিল না কবিতার খাতা কথা ছিল না দুঃখিনী বর্ণমালাদের সুখি করে তোলার ছিল না কথা বাংলার নকসী কাঁথায় শব্দের কারুকাজ করে যাওয়ার,কথাতো ছিল না[…]

কষ্ট তোমার হোক নষ্ট

অনেকটা গল্পের মতোই শোনালো অনুভূতিতে অনুরণিত তোমার কথাগুলো বেদনার বাষ্প করে হয়ত ওড়াতে চেয়েছিলে কষ্টাক্ষরে লেখা যতি চিহ্নবিহীন বাক্যদের। চেয়েছিলে, ঊষ্ণতার স্পর্শে গলে যাক বেদনার বরফগুলো, প্রাণের এ পর্বত থেকে। কই নাতো , বেদনাতো বিস্তৃত[…]

অসম সমীকরণ

অব্যক্ত শব্দরা আজকাল কষ্টের কথা বলে কেবল অব্যক্ত কষ্টরা শব্দদের খোঁজে বার বার শব্দতে কষ্টতে হয়না কোন সমীকরণ শব্দে কষ্টে মিলে কেবল শব্দেরই অনুরণন । অদৃশ্য অক্ষরেরা আজকাল কষ্টের কথা বলে কেবল অদৃশ্য কষ্টরা অক্ষরদের[…]