অতঃপর কবিতাই

সেদিনের গোধূলি বেলায় আকাশ তখন মেঘের চাদর মুড়ি দিয়ে মাটির পৃথিবীকে দিল সেই প্রত্যাহিক চুম্বন রোজ বিকেলের মত সিঁদুরে রঙে ভ’রে গেল দিগন্ত রেখা , দিনের শেষ হয়েও যেন হলো না শেষ আবার ফিরে আসার[…]

প্রেমের সমীকরণ

শাস্তির ভয়েই থাকে তটস্থ হরদম বোকা এ মন অথবা লোভের লালা পড়ে পুরস্কারের প্রত্যাশায় তাই জীবনকে করে ফেলি যান্ত্রিক যন্ত্রনায় আবদ্ধ গ্রন্থের সুত্রেই থাকে গ্রন্থিরা সব সারাদিন গ্রন্থিত । স্বর্গ-প্রত্যাশী এ মন আমার অপ্সারাদের সঙ্গম[…]

বাংলা খুঁজি

আজকাল এই বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্তিতে ভুগি আমি হঠাৎই যেন শুনতে পাই দেদার বাংলা বলে যাচ্ছে কেউ পাতাল রেলের ভিড়ের ভেতর শুনতে পাই বাংলা কথা বাসের পেছনের আসন থেকে ভেসে আসে মায়ের ভাষা চমকে থমকে গিয়ে[…]

ছন্দেই শুনি ছন্দপতন*

[* নেপালে বাংলাদেশের বিধ্বস্ত উড়োজাহাজে নিহতদের উদ্দেশ্যে] শিশির বেদনায় কাল লেখা হলো এক কবিতা ছন্দে ছন্দে আনন্দে নয়, ছন্দপতনের ছবিটা কষ্টের মাতাল ঢেউয়ে ভাসায় মনের বনভূমি। চলে গেলে অবশেষে, ভেবেছিলাম আসছো তুমি। কথা ছিল নামবে[…]

কোন কোন ঘটনা

কোন কোন ঘটনা আছে যা ব্যাকরনিক ব্যাখ্যায় হারিয়ে যায় গলে যাওয়া বরফের মতো ঘটমান বর্তমান এবং পুরাঘটিত অতীতের সমীকরণে ব্যর্থ সতত কোন কোন ঘটনা আছে যা লৌকিক সীমানা লংঘন করে চলে যায় কোন এক অলৌকিক[…]