ধূসর হতে চাই

আমি একেবারে ধূসর হতে চাই , বড্ড ইচ্ছে করে ঠিক শীত বিকেলের মতোই থেকে যেতে চাই নো ম্যানস ল্যান্ডে, গাছেরটা খাই, তলারটা কুড়াই আলোর সম্ভাবনা নিয়ে মাঝে মাঝে আঁধারে হারাই । রাজনৈতিক বিশুদ্ধতার এই যুগে[…]

পরিহাস

আকাশের জমিতে অসংখ্য যানবাহন আজকাল না না , কোন উচ্চৈঃশ্রবা নয় , নয় নুরানি বোরাক কোন উচ্চাকাঙ্ক্ষিরা হয়ে পড়েন আজকাল বড্ড আকাশচারী নক্ষত্রদের ক্ষতি করে তাঁরা আলো জ্বালানোর জানান দেন বৌদ্ধিক ব্যাটারি ক্ষয়ে গেলে থেমে[…]

উদভ্রান্ত উচ্ছ্বাস

নির্বিঘ্ন নিরাপদে সমুদ্র তটেই হেঁটে গেলে কেবল সাগর হৃদয় আমার করে উথালি-পাথালি যদি উষ্ণতার স্পর্শে ভেজাতাম তোমার হৃদয় বন্ধ হতো প্রতিদিনকার এই তিলে তিলে ক্ষয়। উত্তপ্ত বালিরা উত্যক্ত করে চলার পথে তোমার তবু অহংকারের অলংকারে[…]

অভিন্ন ভিন্নতা

সেদিন অকস্মাৎ আমি এক সামুদ্রিক মাছ অথবা বিলেত বাড়ির উঠোনের এক ক্রন্দসী গাছ দেখলেই তোমার চোখ ভ’রে যায় বারেক জলে বিষন্ন বিকেলে তবুও, দেখো বার বার সুকৌশলে। আমি তো নোনা জলে স্নান করে আসি সাগরের[…]

মুঠো ফোনিক ভালোবাসা

রবি-ঠাকুরের সেই হঠাৎ দেখা প্রেয়সীতো নয় সে যে অকষ্মাৎ সাক্ষাতে আবার কুপোকাৎ হবে মন এক রাশ কষ্ট নিয়ে চলবে দীর্ঘ ট্রেন ভ্রমণ কর্মিষ্ঠ জীবনের অজুহাতে মাঝপথেই নেমে যাবে সে। পাতাল রেলে বসে থাকা তরুণী এক[…]

Relations Hyphenated

Like hyphenated words You and I have never felt disjointed Although we are remarkably different You stroll by the sandy beach And follow the Einesteinian footprints I sit under the shadow of old Banyan tree[…]

লুকোচুরি

মহাসড়কের প্রান্তিক পাশ দিয়েই যাত্রা আমার প্রাত্যহিক তোমার কোন বিশেষ অনুরাগির মতো দ্রুত কোন লেইনে নই যে অবলীলাক্রমেই পৌঁছে যাবো তোমার অনেক কাছাকাছি বরঞ্চ ট্র্যাফিক জ্যামের এই যুগে, গতি এতটাই স্তিমিত ইদানিং যে তোমার সান্নিধ্যে[…]

ক্যালেন্ডার

পলেস্তরা খসা সেই পুরোনো ভাঙা দেওয়ালটায় আবার ধুম পড়লো নতুন ক্যালেন্ডার টানানোর মাসে মাসে , ঠিক রজস্বলা রমনীর মতো পাতা উল্টাবে , নতুন মাসের সন্ধানে সেখানে তারিখেরা সব শব্দ হয়ে লিখবে ক্যালেন্ডার নামের কবিতা। বৃদ্ধ[…]