অঙ্ক কথা

অঙ্কে আজকাল দেখি শুভঙ্করদের অহেতুক অহংকার অনানুপাতিক হারেই চলছে সব কিছুই সর্বত্রই। কথাতো হয় কালে ভদ্রে , ব্যথা থেকে যায় কালোত্তীর্ণ সত্য হয়ে অস্ফুট স্বরে শব্দের ছিঁটেফোটা এসে পড়ে উত্তরের উঠোনে যখন দক্ষিণের ঝুল বারান্দার[…]

ভাগ্যিস তুমি ছিলে

ভাগ্যিস তুমি ছিলে নইলে আমার কবিতা পাঠ হতো কী এমন বাঙময় নইলে আমার প্রাপ্তিতেও থাকতো কী এমন সংশয় নইলে আমার শব্দরা কী হতো এমন সমৃদ্ধ নইলে আমার ভালোবাসায় হৃদয় কী হতো ঋদ্ধ। নইলে আমার সূর্য-দেখা[…]

সর্বনামিক সত্বা

পড়ার বইয়েরা যে সব সারি সারি দাঁড়ানো থাকে কুচকাওয়াজে প্রস্তুত সৈন্যদের মতোই, তোমার শেলফে ভেবেছিলাম সেখান থেকেই নেবো জীবনানন্দের কবিতাদের বেছে তারপর হৃদ্যিক নদীর পাশে দাঁড়িয়ে, আওড়াবো দু চারখানি কবিতা। অকষ্মাৎ হাত বাড়াতেই দেখি পশমি[…]

আলোর প্রত্যাশা, প্রত্যহই

অন্ধকারের বন্ধ দ্বারে প্রত্যহই থাকে আলো প্রত্যাশি বিষন্ন এ মন আমার অমাবশ্যার আধিপত্যে গন্ডগোল গোলার্ধ জুড়ে স্নিগ্ধা প্রেয়সী চাঁদ থেকে যায় স্বপ্নের সে কোন বন্দিশালায়। কৃষ্ণ প্রেমিক নয় গো এখন আর সে যে বার বার[…]

বিচ্যূত ট্রেনের বিভ্রান্ত যাত্রী

বেশ তো চলছিল দ্রুতবেগে ট্রেন তোমার বৈদ্যূতিন সময়ের সঙ্গে তাল মিলিয়ে এতটাই নিপুণ চালক ছিলে তুমি যে দস্যু-দানবেরা দৈন্য বুঝলো নিজেদেরই এবং অতএব দস্যুতাও নিশ্চিহ্ন হলো নিমেষেই । আমার মতো নিরীহ যাত্রীরা হলো নিশ্চিত ও[…]

পশলা বৃষ্টি

পশলা বৃষ্টির পেলব পরশে ভরে গেল দীর্ঘ দিনের মরু-মন আমার জানো কী জানো না, জানিনা আমি মেরুকরণের রাজনীতি আজকাল হৃদয়কেও করে নস্মাৎ শংকায়-আশংকায় কাটে সময় . চমকে থমকে যাই অকষ্মাৎ। মাঝে মাঝে তাই আনমনা মনে[…]

আকাশ চাওয়া

যে গুমোট আকাশের নীচে বসবাস আমাদের নক্ষত্রের সন্ধান যেখানে চলে নিয়তই সেই আকাশ-প্রিয়তায় কেটেছে বহুকাল রূপ কথার গল্পের মতোই বলি না হয় একদা সেখানে দেখেছি কদম থেকে কাশের বিবর্তন দেখেছি সেখানে চিত্রা নদীর বিচিত্র গমনাগমন[…]

শব্দ

শারদ শিশির মতো শব্দরা তোমার ঝরে পড়ে দূর্বা ঘাসের রং-চটা হৃদয়ে আমার ইচ্ছে করে ফিরে যাই আবার সবুজাভ ঐ অস্তিত্বে শব্দদের অনুভব করি নিঃশব্দেই কেবল। স্বচ্ছ শব্দদের আক্ষরিক শরীর পেরিয়ে গভীরে আরও অকষ্মাৎ দেখি হৃদ্যিক[…]

বিষন্ন বিভ্রান্তি

জন্ডিসে আক্রান্ত এখন পাতারা সব ঠিক আমারই মতো পতনের প্রতীক্ষায় কাটাচ্ছে অবশিষ্ট সময়টুকু । হৈমন্তি হাওয়ায় জানি উড়ে যাবো সহসা তবু গোপন একটা সুক্ষ আনন্দে ভরে ওঠে বুক হেমন্তের এই হলদে রূপ দেখতে আসবে জানি[…]

শেষ, তবুও বিশেষ

ব্যস্ত শহরের ব্যালকণির এক কোণে মনে পড়ে কি তোমার, আঁতেল আলাপের অন্তরালে প্রেমের প্রচ্ছন্ন গুচ্ছ গুচ্ছ প্রলাপের কথা ? প্রলাপ ! হ্যাঁ এখন অবশ্য অতিক্রান্ত সময়ে প্রলাপই বটে । প্রচ্ছন্ন ! হ্যাঁ প্রচ্ছন্নই বটে কারণ[…]