বিলেতি এপ্রিল ,বৈশাখী প্রত্যাশা

বিলেতি বিকেলে বৈশাখি আমেজ খুঁজি আমি প্রত্যহই যেন বোকার স্বর্গে বসবাসের কল্পিত আনন্দে আত্মহারা। ক্রন্দসী উইলো গাছের আড়ালে পাই বটবৃক্ষের বিষ্ময়কর ছায়া। চড়ুই পাখির কিঞ্চিৎ কিচিরিমিচিরে খুঁজে পাই চড়ুই ভাতির আনন্দ। ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যে পান্তা[…]

আশ্বাসেও পাইনা ক’ বিশ্বাস

কথা ছিল মধ্যরাতে জোছনায় স্নান করার মধ্যাহ্ন পেরুনো প্রহরে ভৈরবী সুরে অসুর বধন কিংবা গোধূলি লগ্নে ললিত কলার নান্দনিক সত্বার সন্ধান অথচ কোমল রাগের অনুরাগেরা আজকাল বিরাগে বিপর্যস্ত অনুভবেরা আমার অতএব কখনও তটস্থ, কখনওবা সন্ত্রস্ত।[…]

সুর সঙ্গমে শব্দরা সব

বিস্ফারিত চোখে দেখি বিস্ফোরণে চৌচির শব্দরা সব, সৌখিন শিকারির নিশানায় আহত পড়ে থাকে পাখির মতোই স্বপ্নের ডানাগুলো সন্ত্রাসী নির্দেশে ছেঁটে দেওয়া এতটাই যে উড়ান দেওয়ার তারুণ্যের স্বপ্নরা এখন সবাই শুধু শব। শব্দকে শব্দের কাছাকাছি আনি[…]

লাভ -লিরিক

তবক দেওয়া পানের মতো তোমার গা্ওয়া গানের মতো ভাসিয়ে নিলে ভালবাসায় রয়ে গেলাম আশায় আশায় । ফিরলে না আর এদিক পানে ভরলে না আর ফুলের ঘ্রাণে কচুরি পানা , আমার এ প্রাণ গেয়েই গেল বিরোহ[…]