শব্দরা সব দীর্ঘশ্বাস

ওই চোখে ডুব সাঁতার দিয়েই উঠবো অকষ্মাৎ এমন একগুচ্ছ ইচ্ছে প্রবল যখন তখনই দেখি ডুবে গেল সত্বা আমার ঐ জলধির গভীর অস্তিত্বে সহসা ঠোঁটে চুম্বনে চুম্বুনে চুমুক দেওয়ার নেশায় নিশা হলো ভোর স্বপ্নে যতটা ছিলাম[…]

বৃত্তাবদ্ধ এ ভালোবাসা

এই বৃত্তায়িত ভালোবাসা ভালো তো লাগে না আর চব্বিশ ও নয় পুরোপুরি , টেনে টুনে বারো ঘন্টার ভালোবাসা বড়জোর সন্দেহ নেই সঙ্গম থেকে দীর্ঘ খানিকটা এই দিনের উন্মাদ উচ্ছাস কিন্তু তারপরই ক্লান্তিতে নুয়ে পড়া প্রেমের[…]

তুমি, এবং নদের কথা

কষ্টের কষে ভরা কলস কাঁখে, এলে যখন তুমি এই মরা নদের বাঁকে কী দিয়ে বলো ভরাবে তোমার শূন্য হৃদয়, শুষ্ক এ জলধি বড় জোর অঞ্জলী ভরে অশ্রুদের আশ্রয় দেবার ক্ষণিক চেষ্টা চোখের জল মোছাবে তোমার[…]

গর্বিত এক গ্রীক ভালোবাসা

এতটা নিশ্ছিদ্র নীরবতায় শব্দরা আসেনি চুপি চুপি পা ফেলে এতটা নিশ্চিন্ত ভালোবাসায় অনুভবেরা কাটেনি সাঁতার জলে এতটা তড়িৎ গতিতে বাস্প হয়ে ওঠেনি চোখের যাবতীয় জল এতটা গভীর অনুভূতিতে পুষ্পেরা হয়নি অকষ্মাৎ ফল । তা’হলে নীরবতার[…]

স্বগতোক্তি

আকাশ যাত্রার বিস্ময়কর আনন্দ নিয়ে ঘুরে বেড়াই যত্র তত্র পাখি মন আমার মেঘের স্পর্শে ক্রমশই হতে থাকে কোমল ভিজে যায় এক অলৌকিক আলোর ছোঁয়ায় নিজ থেকেই এতটাই যে নিজেকে নিজেই চিনি না আরশির সামনে দাঁড়ালে[…]

অক্ষরে অনুগত এ মন

চর্যাপদ থেকে সেই যে কবে পদচারণা তোমার উচ্চারণের উদ্ভাবনী আঙ্গিনায় নেমে এলে তুমি হিমালয়ের পাদদেশ থেকে বরফ গলা ঝর্ণার মতো প্রিয়তমা অক্ষরেরা হে আমার ,সবুজাভ এই প্রাঙ্গণে দেখি প্রাণ ভরে তোমাদের , দেশে যেমন তেমনি[…]

শীতসকালে বসন্ত-গান

তোমার কাছে যা যা আছে সবই তো আমার স্বপ্ন এখন তোমার উঠোনের লাউ লতার ললিতকলা কার্নিশে বসা কোকিলের বেহায়া সঙ্গম সুরে ও রঙে বাসন্তীর প্রত্যাশিত আগমন পলাশের শাখায় আধফোটা কলির মুদু গুঞ্জরণ । আছে তোমার[…]