বাসন্তী হেমন্তের কবিতা তুমিই

ছন্দের মেলবন্ধনেই থাকো কিংবা মুক্ত ছন্দে তোমাকে দেখি বরাবর কবিতার মতোই স্মিত এক সত্বা নিয়ে উপমার ঊষ্ণতায় পরিপূর্ণ লেখা কবিতারা লজ্জায় মুখ লুকোয় কলমের আড়ালে শব্দের গাঁথুনি তো থাকে তোমার গালের ব্যঞ্জনায় কবিতা লেখা হয়[…]

বিষাক্ত বাতাস এবং অধর্মের কল

ঝড়ো বাতাসেরা আজকাল অযথাই নাড়ায় অধর্মের কল আর তাতেই নৃত্যে নতজানু হয় কোন কোন ভৃত্যের দল । বিমূর্ত অনুভবের কথা বলে পাথুরে মানুষেরা আজকাল ভাঙ্গে মানুষের মন, মূর্তি ভাঙার অজুহাতে সাঁঝ সকাল । আলোর আগুন[…]

চাই প্রদীপ্ত প্লাবন

[ দীপাবলী উপলক্ষে লেখা] অবাক করা এক ঘুটঘুটে অন্ধকারের অলিন্দে রোজ হেঁটে চলি আমি , প্রাতঃভ্রমণ কিংবা সান্ধ্য কালের হাল্কা হাঁটা সূর্য যখন অস্তগামি তখনও ছিঁটে ফোঁটা আলোর সন্ধান করি প্রতিনিয়তিই জেনো । মাঝ আকাশের[…]

মিল অমিলের ছন্দের স্বাচ্ছন্দ

সূর্যাস্তেই হবে দিনের নিশ্চিত অবসান এমন দিব্যি কেই বা কখন দিলো তোমায় কিংবা রাত পোহালেই পূর্ণিমা হারাবে সত্বা তার এ তত্ব নিয়ে কতকাল আর মিথ্যে র’বে সত্য হয়ে। দিনে রাতে এ তফাৎ কেবল আঙ্কিক হিসেবেই[…]

শেষ নির্বিশেষ অশেষ

গণিতের গণপথ ধরে গড়িয়ে যাওয়া পথিক এ মন থমকে দাঁড়াবে কোথায় কোন শান বাঁধানো ঘাটে সে কথা জানেনা সে নিজেও আজও, মধ্যাহ্ণ পেরুনো মূহূর্তে কেবল জানে সুনিশ্চিত , পঞ্জিকার পাতা দ্রুত পাল্টায় অংকের হিসেবেই আসে[…]

জিপিএসবিহীন এ যাত্রা

[ মিসেস জাহানারা আলীর অকষ্মাৎ প্রয়াণে] অনেকখানি পথ পেরিয়ে এসে এখন বুঝলাম কোন কোন যাত্রার জন্য জিপিএস এর প্রয়োজন নেই আদৌ এই যে তুমি দূরের যাত্রায় ছিলে শঙ্কিত বরাবর গোধূলির পর গাড়ি চালাতে চাইতে না[…]

ফেইসবুকের প্রসাধনী প্রয়াস

আজকাল সব খবরই পেয়ে যাই ওই ফেইসবুকের সৌজন্যে রাশির হিসেব , ভাগ্যরেখা সবই গণনা করে ঐ ফেইসবুক এমনকী এইতো সেদিন দেখলাম কবে মরে যাবো আমি সেই সন তারিখও জানান দিলো ফেইসবুকের পাতায়। প্রথমে চমকে থমকে[…]

হেমন্তের হলদে উঠোন

বসন্তের মতোই মাঝে মাঝে মনে হয় হেমন্তের এই হলদে পোশাক সোনালী পাতার সঙ্গে মিশে যাও যখন আনন্দে আনমনে অকস্মাৎ সন্ন্যাসীনির মন তোমার ছড়ায় ভালোবাসার বৈশ্বিক বীজ হিমেল হলুদ হঠাৎ হয়ে যায় সোনা রঙের বিস্ময়কর এক[…]

লাবন্যক ভালোবাসা

গুটি গুটি পায়ে গত হয়ে গেল, মূহুর্ত এবং সম্ভবত মাসও চিত্ত-চাঞ্চল্য ভরা সেই চোখ এখনও স্বপ্নের আঙিনায় আসে ভাসে এক খন্ড নক্ষত্রের মতো, আমার পানা পুকুরের পানিতে তারই দিকনির্দেশনায় এগোয় আমার মন ছায়াপথে কায়া হয়ে।[…]

বসবাস, অভিন্ন এক বিশ্ববাসায়

সোনা রঙে স্নান করা পাইন গাছের শাখায় কর্মিষ্ঠ কাঠবেড়ালি এই আমি গুটি গুটি পায়ে গোড়া থেকে উঠে যাই প্রত্যহই এক শীর্ষ বিন্দুতে মেঘ ভাঙা কাঁচা হলদে রোদ্দুরকে হৃদয়ে ধরে এগিয়ে যাই সবুজ পাতার অবুঝ সান্নিধ্যে[…]