ঘাস ফড়িং হবার বুনো ইচ্ছেটা আজ কেন জানি প্রবল হলো ঘন ঘাসের আড়ালে লুকিয়ে তোমায় স্পর্শ করার স্পর্ধাটা বড্ড বেশি বেয়াড়া হয়ে উঠলো আজ, কারণ ঘাসের এতটাই কাছাকাছি এলে তুমি যে ঘাসফড়িং আর কতদূর থাকবে[…]
Month: September 2016
বিষ্টির বিভাজন
এক আকাশ কষ্ট নিয়ে কেঁদে যায় যখন মেঘের পাহাড় বেলা-অবেলায় বড়ই ইচ্ছে করে ওর ঐ পশমি গায়ে হাত বুলাই , প্রেমের প্রলেপ দিই এঁকে । বোঝেনা অবুঝ মন তার সব বৃষ্টিই দুঃখের কথা বলে না[…]
শেষ নয় গুরু, এতো শুরু
[সৈয়দ শামসুল হকের প্রতি ] নিঃশব্দ পা’য়ে তোমার এই চলে যা্ওয়ায় পা’য়ের আওয়াজ পাবো কি আর যে ধ্বণিতে জেগে উঠেছিল তাবৎ বাঙালি নুর আল দীনের জীবনকে ছাপিয়ে উঠেছিল আমার উঠোনের পুঁই লতার মতো শষ্যময় এক[…]
জবাবহীন জিজ্ঞাসা
প্রতিদিন লাল পাপড়ির গোলাপ তুলে দেবো তোমার হাতে তেমন নৈকট্যেতো নও তুমি সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে কখনও কখনও হাজির হই ছুঁয়ে যাই সেই ফেলে আসা ভূমি। ইচ্ছের ইলিশগুলো সব সাঁতার কাটে প্রেমের পদ্মায় প্রত্যহই[…]
আত্মকথন
নকশী কাঁথার মতো নয় জীবনের গদ্যগাঁথার আটপৌরে কাহিনী যে সুচারু কারুকাজে করবো উল্লেখ শ্রোতাদের অশ্রুতপূর্ব কর্ণকুহরে সূর্যের আলোর উষ্ণতা নিয়ে ভ্রুণ আমার করেনি ভ্রমণ ধরিত্রীর বুকে বরঞ্চ অবাক করা এক শীতল শৈথিল্যে কেঁদে ওঠা আমার[…]
এপার ওপার
।।১।। সোঁদা মাটির সুগন্ধ নিয়ে শব্দ-শ্রমিক এ মন গেঁথেছিল একদা কবিতার বহুতল ভবন কখনও জানালা দিয়ে দেখেছিল বেওয়ারিশ কুকুরদের ভাদ্রের লীলাখেলার বেহায়াপণা কখনও কবিতার খোলা ছাদে দাঁড়িয়ে কেবল আকাশ দেখা, স্বপ্নের কুসুমে মালা গাঁথা নিত্যনতুন।[…]
অপূর্ণ পূর্ণিমা
অপূর্ণ এক চাঁদে পূর্ণিমার সন্ধান করি প্রতি সন্ধ্যায় পূর্ণাঙ্গ পূর্ণিমাতো যাতায়ত করে স্বপ্নের আকাশ বেয়ে এখনও কখনও মনে হয় ধরে ফেলি ঐ অধরা শশীকে রশি বেয়েই উঠে যাই আধেক মেঘ-ছাওয়া আকাশে । বড়ই ঈর্ষায় আক্রান্ত[…]
সংকটে সবুজেরা সব
বিশ্বের তাবৎ সবুজ, আসলে সমৃদ্ধিরই পতাকা করে উন্নত ঠিক আমার সবজি বাগনের মতোই প্রতিশ্রুতিশীল মাঝে মাঝে হরিণেরা খায় বেড়ার পাশে দূর্বা ঘাসের ডগা সাপেতে-বেজিতে দেখেছি লড়াই কখনও সখনও বনেতে বাদাড়ে কিন্তু এ কেমন তরো ঈর্ষা[…]
বিদগ্ধ কিছু দগ্ধ-কথা
কালো কুচকুচে কলপ্ চুলে দিইনি বলে ইদানিং বিদগ্ধ বলে সম্মান জানান অনেকেই ধূসর চুলের আড়ালে সহজেই দেখেন না সবুজ ক্ষেতের কিঞ্চিৎ কদাচিৎ ফসলী জমি। ওই জমিতে ফলাতে চাই অল্প স্বল্প সুরেলা সম্পদ কাঁটা তার নয়,[…]
কোমল আলোয় জ্বলার জ্বালা
পাদপ্রদীপের অন্তরালে উষ্ণ আলোর মতোই অবস্থান বাহ্যত কেবল অন্তহীন অন্ধকার অন্তরে আলোর দীপ শিখার মতোই জ্বলো এবং জ্বালাও আশ্চর্য এক কোমলতায়। না এ জ্বলায় জ্বালা নেই, নেই নিঃশেষ হবার আশঙ্কা বরঞ্চ তোমারই আলোর প্রতিফলনে বাজে[…]