ভালো লাগা, না লাগার কথকতা

ভালো না লাগার বিষন্ন বৃত্তে বদ্ধ সে কি তুমিই ! যে কী না ভালো লাগার মুগ্ধতায় মিষ্টি পাগলামি করেছে সারা দিন , এইতো মাত্র সেদিন অবধি । যার চিত্তের চাঞ্চল্য ছিল অমনি বাঁশির প্রতীক্ষার যার[…]

স্বপ্নরা ক্রুশবিদ্ধ এখন

[ ঈদের পোশাক না পেয়ে আত্মহত্যাকারী এক কিশোরের কাহিনী ] উৎসবের ঊত্তপ্ত আঁচেই পুড়ে গেল হায় চুয়াডাঙ্গার সেই এক চুনোপুটির পর্ণকুটির রাঘব-বোয়ালদের রূঢ় উল্লাসে উৎফুল্ল কিশোর দারিদ্র সীমার ঊর্ধ্বে উড়েছিলো ডানা মেলে। ছা-পোষা পাখির মতো[…]

যাত্রী-জিজ্ঞাসা

গদ্যের গতানুগতিক পথ দিয়ে চলে যায় দ্রুতগামি জীবনের যানবাহন যাত্রী যে আমি নিজেও একনিষ্ঠ একজন ভুলে যাই কল-কোলাহলে সেলুলয়েডের পর্দার মতো বিচিত্র দৃশ্য দেখি চারপাশে উপলব্ধিতে মিশে যাই সেই চরিত্র বৈচিত্রে। কখনও নিরপেক্ষতার ভান করে[…]

শব্দবৃষ্টির পেলব প্রতীক্ষা

শিশিরের মতো চুঁয়ে পড়া শব্দরা আজকাল ছুঁয়ে যায় হৃদ্যিক আঙিনা আমার যেন “বুড়ি-ছুঁই” খেলা চলে প্রতিনিয়তই এই দেখি দাঁড়িয়ে আছে মনের ঊষ্ণ উঠোনে মূহুর্তেই হারায় আবার ধরণীর ধূসরতায়। টুপটাপ শব্দরা পড়ে টিনের চালে রোদেলা দুপুরে[…]

The Lost Melody

[ In Memory of Ajmal Sabri, the Slain singer] As the sky wears the shroud of cloud And strong stormy winds blow away The parrot of peace is shot on its wing And the revolving[…]

গলির কিংবা গ্লোবের গল্প

প্রিয় পরিচিত গলিটা আমার দিনে দিনে হচ্ছে সরু সারমেয়র সংখ্যা শনৈ শনৈ বেড়েই চলেছে ঘেউ ঘেউ শব্দে স্বপ্ন দেখা তো দূরের কথা চোখের পলক আজকাল এক করাই ভার। নির্দোষ শৈশব এখনও বহন করি মনে মনে[…]

বিমূর্ততার বিভ্রান্তি

অস্ফুট উচ্চারণে তাঁর গভীরতা এতটাই যে ছিপে যায় না মাপা, ডুব সাঁতারেও মেলে না তল হতো যদি স্পষ্ট কোন চিৎকার তা হলে ব্যাপ্তি এর মেপে নিতাম মাইলে কিলোমিটারে। কিংবা লাল গোলাপ ধরাতেন যদি হাতে তবে[…]

শব্দ নেবে গো, শব্দ

পশলা বৃষ্টির মতোই শব্দরা নেমে আসে সুদূর কোন নীলিমা থেকে তার পর তোমারই দেওয়া দক্ষিনায় ভিজিয়ে যাই তোমারই উঠোনটুকু অক্ষরে অক্ষরে পসরা সাজাই তোমার প্রাত্যহিক পথেরই ধারে শান দিয়ে রাখি শব্দগুলোকে এতটাই যে তোমার চিত্তে[…]

স্বপ্নসঙ্গ

স্বপ্নেও মাঝে মাঝে স্বচ্ছতা পাই না খুঁজে আদৌ প্রতিবিম্ব পড়ে না তা প্রাত্যহিক প্রাণের আয়নায় তবু ভালো লাগে স্বপ্নের আবর্তে আবদ্ধ থাকতে কোলাজ চিত্রের মতো চিত্তপটে চলে স্বপ্নের চলচ্চিত্র। চুম্বকের মতো আশ্চর্য আকর্ষণে টানে স্বপ্নরা[…]