থাকা না থাকার থোক বেদনা

নিমগ্ন থাকো নিত্যই জানি আমি নিমগ্নতার স্বরূপ পাই না খুঁজে তৎক্ষণাৎ বেদনা বিভোরে একী হারিয়ে থাকা তোমার; নাকি সুখের সাগরে প্রাত্যহিক সাঁতার কাটা? উৎসবে আয়োজনে বরাবর যাওয়া-আসা অথচ উপস্থিতিতেই যেন অনুপস্থিত থেকে যাওয়া শরীর থেকে[…]