মা*

সেই আদি ও অকৃত্রিম শব্দ সেই ব্যঞ্জন ও স্বরবর্ণের সমন্বয় সেই আমার প্রথম শেখা শব্দ , মা সেই আমার প্রথম ভালবাসা, মা সেই আমার আশ্রয় -প্রশ্রয়ের মা সেই সাশ্রয়ের সংসারের মা সেই আমার মান অভিমানের[…]

কবিতার কথা; কবিতায় কথা

অনুরাগের অনুরণন তুলে কবিতা বললো সেদিন, “তোমাকে ছাড়া বড্ড প্রাণহীন লাগে আমার” এ বড় পক্ষপাতি কথা, তোমার প্রিয়তমা কবিতা বড়ই একদেশদর্শী হয়ে পড়েছো, তুমি আজকাল। তোমার আকাশজুড়ে রয়েছে গর্ভবতী মেঘ উঠোন জুড়ে আছে সম্ভাবনার নানা[…]