নস্টালজিয়া

অকারণেই শ্রাবণ মেঘ জমে যখন-তখন চোখের গভীরে, দু এক ফোঁটা বর্ষণ তারপর আবারও কষ্টের সম্ভার সাজানো। স্বদেশ অন্বেষায় কাটে দিনক্ষণ প্রবাসী এ প্রাণ প্রাচুর্যের প্রাচীর পেরিয়ে চলে যেতে চায় সেই সবুজ উপত্যকায় কেটেছিলো একদা দূরন্ত[…]

বৃষ্টির কাছে অনুভব

শ্রাবণ মেঘের প্রায় নিরন্তর অশ্রুই হয়ে ওঠে তোমার আনন্দের অনাবিল উৎস। অবিরত সে্ই বারিধারার কোমল স্পর্শে ক্রমশই জেগে ওঠে ঐ মন , যাকে খোঁজো চৈত্রের অমন চিত্ত ঝলসানো রোদেলা দুপুরে । হরিণীর মতো এমন শশব্যস্ত[…]

এসো বৃত্তের বাইরে

বিষন্নতার বৃত্ত বাড়াও জীবনের জ্যামিতিতে মেঘের আড়ালে লুকাও, আলোর বিন্দুগুলো বৃত্তের বাইরে বেরিয়ে এসো বলি যতবার ততবারই শামুকে আবৃত রাখো কোমল সত্বাটুকু। কষ্টরা সব তোমারই আস্কারায় , মস্করা করে তোমাকেই নিয়ে তুমিই অথচ পুষে রাখো[…]