পদ্মার প্রান্তে ফুটে ওঠা শাহরিক শিউলির গুচ্ছ,কিংবা  

পটম্যাক তীরে তীব্র উচ্ছাসে বিকশিত ত্রিবর্ণ চেরি  

নান্দনিক আনন্দ দানে তারা উভয়ই সমান।  

বিমূর্ত চিত্তে তারা ভুগোলের রেখায় বিভাজিত নয়, 

সময়ের ব্যবধানে বিলুপ্তও নয়।  

তাই-ই তো বার বার হেঁটেছি আমি পদ্মা পারে  

বাবলার কাঁটা পেরিয়ে পৌঁছেছি শেফালির সুঘ্রাণে  

শীতের সকালে, এসেছে যেন, ফাগুনের আগুন  

পটম্যাক প্রান্তে, চেরি-চত্বর যেন লোকে লোকারণ্য  

জাগরণ মঞ্চের মতোই বাহ্যত ক্ষণস্থায়ী, তবু 

চিরস্থায়ী চেতনার চত্বরে।  

বিকশিত ফুলের ঝরে পড়া  

সেতো বৃক্ষের ফলবতী হবারই আশ্বাস  

নইলে কেন যাই, যাবো কেন বার বার  

পটম্যাক কিংবা পদ্মা প্রান্তে ?  

তাইতো বলি প্রতিনিয়ত জাগ্রত প্রজন্ম চত্বর ,  

আচ্ছন্ন করে আমাকে, করবেই চিরকাল ,  

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।  

পরবাসী দেহ আমার যেখানেই থাকুক  

চিত্ত রয়েছে চত্বরে। 

১৭ই মে , ২০১৩

Copyright@anisahmed