কালো চশমা চোখে দিয়ে সেদিন

সূর্যকে দেখার সে কী ব্যতিব্যস্ততা

ঠিক কোত্থেকে সূর্যকে অমন

অন্ধকারে আবৃত পাবে দেখতে

সে নিয়ে অন্তহীন গবেষণা।

বিমানে, যানবাহনে ছুটছিল লোকে

আলোর উত্স যিনি, তিনিই হারাবেন অন্ধকারে

তাতেই যেন বিস্ময় মানবকুলের ।

অথচ হারান না সূর্য কোথাও

চাঁদের আড়ালে ঢাকেন নিজেকে

মুচকি হেসে দেখেন ক্ষণিক লুকোনোর

উত্সুক উপভোগ ঊষ্ণতাকামী মানুষের।

খানিকটা বিস্মিত হন সূর্য-মামা নিজেও

ভাবেন আলোকে ভালোবাসেন যে মানুষ

তিনিই আবার ক্ষণিক আঁধার উদযাপনে

এতটা মদমত্ত কেন !

নাকি আলোকে ভালোবাসা

কেবলই এক বাহ্যিক বহিপ্রকাশ

আসলে আঁধারেরই অনুসারী কি তারা?

নাকি সূর্যকেই খুঁজে পেতেই এ নিরলস প্রয়াস বুঝি

তাই  অন্ধকারের বন্ধ দ্বার পেরিয়ে আলোর কিঞ্চিত্ রেখা খুঁজি।

ম্যারিলান্ড, ১২ এপ্রিল, ২০২৪

Copyright@ anis ahmed